How To Identify Fake Cryptocurrency In Bengali : ২০২২ সালে ক্রিপ্টো মার্কেটে বহু সংখ্যক মানুষ যোগদান করছেন। NFT ও Metaverse এর মতো বড়ো বড়ো প্রজেক্ট এ Crypto Currency যুক্ত হওয়ার ফলে অনেক সংখ্যায় মানুষ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়ক করতে শুরু করেছেন। আমাদের মধ্যে বেশির ভাগ ইনভেস্টরা ক্রিপ্টোকারেন্সি সম্বন্বে সাধারণ জ্ঞান টুকু জানা নেয়।
এই ফাঁকে Scammer রা জালিয়াতি করে অনেক মুনাফা অর্জন করার উপায় খুঁজে পাচ্ছেন। বেশির ভাগ ভারতীয় ও চীনদের কেই টার্গেট করা হচ্ছে। জাল ক্রিপ্টোকারেন্সি এবং নকল ক্রিপ্টো ট্রেডিং ওয়েবসাইট , অ্যাপ ইত্যাদির মাধমে সাধারণ ইনভেস্টরা প্রতারণার শিকার হচ্ছেন।
কিভাবে আপনি এই নকল ওয়েবসাইট গুলি কে আলাদা করবেন ? Fake cryptocurrency গুলি কে আপনি কিভাবে চিনবেন এর কিছু টিপস জেনেনিন ?
কীভাবে জাল ক্রিপ্টোকারেন্সিগুলি কে চিহ্নিত করবেন | How To Identify Fake Cryptocurrency In Bengali
ক্রিপ্টো মার্কেটে হাজারে হাজারে তুলনায় ক্রিপ্টোকারেন্সি সংরক্ষিত আছে। Binance smart chain ও Ethereum blockchain টেকনোলজি উপর কয়েক সেকেন্ডে নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি তৈরি হচ্ছে এর মধ্যে কিছু পরিমানই বৈধ যারা কোনো ভালো প্রজেক্ট এর উপর কাজ করছে। বাকি সব Fake cryptocurrency যা কোনো Scame ও Fraud করার জন্যই বানানো হয়।
আপনি কি ভাবে এই নকল ক্রিপ্টোকারেন্সি গুলি কে আলাদা করবেন।
প্রথমে যখন কোন নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে লিস্ট হবে তখন তাকে pre sale করা হয়। গুরত্বপূর্ণ কাজ আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটিতে তথ্য গুলি কে ভালো করেপড়বেন |
কোম্পানির CEO কে, white paper ক্রিপ্টোকারেন্সি একটি গুরুত্ব পূর্ণ পার্ট কয়েনর টোটাল সাপ্লাই কত, কয়েন টি কি কাজ ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি ও কোন প্রজেক্ট এর উপর কাজ করছে coin টির সম্বন্বে সব কিছু জানতে পারেন | টুইটার, টেলিগ্রাম চ্যানেল এর মেসেজ গুলি কে ভালো করে দেখবেন। ক্রিপ্টোকারেন্সিটির অফিসিয়াল ওয়েবসাইট কে ভালো দেখবেন ক্রিপ্টোকারেন্সি সম্বন্বে সম্পূর্ণ খবরাখবর জানতে পারবেন|
আজকাল অনেক সেলিব্রেটি ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন। যে বড়ো বড়ো সেলিব্রেটি বা ব্যবসায়ীরা বহু ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন। যেমন, elon musk ( Bitcoin, Ethereum and Dogecoin, shiba inu), salman khan ( Bolly Coin) | এর মধ্যে বেশির ভাগ ক্রিপ্টোকারেন্সি মূল বৃদ্ধির সম্ভবনা দেখাগেছে |
Elon musk এর টুইট করা ক্রিপ্টো কারেন্সি টোকেন গুলি অধিক রিটার্ন দিয়ে থাকে। আপনি সেই ক্রিপ্টোকারেন্সি গুলিকে ভালো করে তদন্ত করে আপনার তালিকায় রাখতে পারেন।
কোন প্রকার ইউটিউব বা টেলিগ্রাম গ্রুপ এর টিপস গুলির উপর নজর দেবেন না।
এই তিন উপায়ে ক্রিপ্টোকারেন্সিতে Scame করা হয় ?
১. Rug Pull scam
Fake coin : সোশ্যাল মিডিয়া, খবর এর মাধ্যমে কোন নতুন পপুলার ক্রিপ্টোকারেন্সি নাম জানতে পারি। সেই কয়েন টির নাম দিয়ে ছোট খাটো ক্রিপ্টো (pancakeswap ইত্যাদি) এক্সচেঞ্জ এ সার্চ করলে এক নামে বহু ক্রিপ্টোকারেন্সি দেখতে পাবেন। scamer রা অরিজিনাল কয়েন এর নকল তৈরি করে রাখে। আপনি এই জালিয়াতি থেকে বাঁচার জন্য পৃথিবীর নাম্বার ওয়ান ওয়েবসাইট coinmarketcap.com থেকে সেই কয়েন টির কন্ট্রাক্ট এড্রেস কে কপি করে যে কোন এক্সচেঞ্জ এ ব্যবহার করতে পারেন |
Holder scam : আপনি যে কয়েনটি BUY করছেন সেই coin Top 10 হোল্ডার কত অংশ হোল্ড করেছে , যদি ১০ জনে ৮০% এর মতো হোল্ড আছে। সেই coin টিতে ইনভেস্ট করা বিপদজনক, বড়ো বড়ো ইনভেস্টররা বাজার কে নিয়ন্ত্রণ করতে পারে |
২. Pump and Dump scam
এই scam টি খুব প্রচলিত বহু লোক ক্রিপ্টো মার্কেটে লস করে বসে। ক্রিপ্টোকারেন্সি কোম্পানি গুলি ৬০-৭০% কয়েন হোল্ড করে রাখে, টেলিগ্রাম, টুইটার সোশ্যাল মিডিয়ার ইত্যাদি মাধ্যমে বিভিন্ন জায়গায় কয়েন টিকে প্রমোশন করা হয় |
কোম্পানির ইভেস্টর গুলি সেই কয়েন এ ইনভেস্ট করেতে থাকে, ফলে কয়েন টির pump দেখাযায় | সাধারণ ইনভেস্টেররা হাই প্রাইস এ buy করে নেয়।জাল কোম্পানি গুলি মুনাফা করার পর, কয়েন টির Dump শুরু হয় | ইনভেস্টরদের ৮০-৯০% লসে sell করতে হয়। বেশির ভাগ ইনভেস্টররা এই প্রতারকদের জালিয়াতির শিকার হয় |
৩. Airdrop scam
অনেক নতুন ক্রিপ্টো কোম্পানি গুলি কনটেস্ট আয়োজন করে তার তাদের user দের কে বিনামূল্যে airdrop দিয়ে থাকে | Fake কোম্পানি গুলি airdrop Claim করার জন্য আপনা কে কিছু টাকা জমা করতে বলবে | যে কোন airdrop ক্লেম করার সময় আলাদা মোবাইল নাম্বার, ইমেইল আইডি অন্য ওয়ালেট ব্যবহার করবেন যে গুলি কোন দরকারি জায়গায় দেওয়া না থাকে। এই হ্যাকার গুলি ওয়ালেট গুলোকে হ্যাক করে নেয় |
Fake ক্রিপ্টোকারেন্সি লিস্ট
- One coin
- Squid game token
নকল ক্রিপ্টো ওয়েবসাইট ও ট্রেডিং প্লাটফর্মসগুলি কীভাবে কাজ করে | How Fake Crypto Websites Work
ক্রিপ্টোকারেন্সি যতো পপুলার হচ্ছে তত বেশি Cryptocurrency crime খবর শুনতে পাচ্ছি।
fake ক্রিপ্টো website গুলির ডোমেন নাম অরিজিনাল ওয়েবসাইট থেকে সামান্য আলাদা হয়। ভালো করে লক্ষ না করলে ব্যাবহারকারির পক্ষে বলা মুশকিল হয়ে পরে যে আসল কি নকল |
অরিজিনাল ওয়েবসাইট এর পুরো কপিক্যাট একই দেখতে হয়। প্রথম প্রথম ফাস্ট সার্ভিস, ফ্রি ব্রোকারেজ চার্জেস ইত্যাদির লোভে দেখিয়ে আপনাকে ফাঁসানো হবে। প্রথম ইনভেস্টমেন্ট এর টাকা তুলতে পারবেন অথবা, অল্প পরিমান টাকা তুলতে দেওয়া হবে। আপনি এই ওয়েবসাইট গুলিকে বিশ্বাস করতে শুরু করবেন।
তারপর, ইনভেস্ট এর পরিমান বাড়িয়ে দিলে। কিছু টেকনিকাল সমস্যা ইত্যাদি বলে withdrawal করতে দেওয়া হবে না। উইথড্রয়াল করার জন্য অনুরোধ করলে তাহলে আপনাকে ব্লক করে দেওয়া হবে। ওয়েবসাইটটির ID Password কোনো কিছু আর কাজ করবে না। এই ভাবে অনেকে জালিয়াতির শিকার হচ্ছেন।
ভারতে এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন নিয়মকানুন বানানো হয়নি, কোন কারণে আপনার ক্রিপ্টোকারেন্সি সাথে ফ্রড হলে, ফেরত পাওয়া অনেক মুশকিল।
নকল ক্রিপ্টো মাইনিং অ্যাপ কিভাবে কাজ করে | fake crypto mining apps
গুগল গুগল প্লে স্টোরে বহু মাইনিং অ্যাপ দেখতে পাবেন এই অ্যাপ গুলিতে কোনো প্রকার মাইনিং হয়না | কিছু ধার্য সময়ের জন্য অ্যাপটিকে ওপেন করে রাখতে বলবে এই সময়ের মধ্যে আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে প্রতারকরা টাকা উপার্জন করে |
মাইনিং জন্য ভালো ধরনের প্রসেসর বা গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন এটি কম্পিউটার এ কার্যকর | কোনো মোবাইল এর মাধ্যমে করা মুশকিল।
এই নকল অ্যাপগুলি কোন প্রকার অর্থ প্রদান করেনা।
Fake ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট
- CoinDT.Com
- GNCCoin.Com
- CoinsSea.Com
- DagCooin.com
- M.dcepex77.com
- Coin-isp.com
কিভাবে জাল ক্রিপ্টো ওয়েবসাইট গুলি থেকে নিজেকে রক্ষা করবেন এর কিছু উপায় জেনেনিন | Tips to Protect Yourself Fake Crypto Websites
প্রথমে ওয়েবসাইটির ডোমেইন নামকে ভালো করে লক্ষ্য করবেন ও ক্রিপ্টো এক্সচেঞ্জ টি পুরোনো কি, অজানা এক্সচেঞ্জ হলে সত্যিই কি বৈধ ভালো করে নিষ্কাশন করুণ।
ক্রিপ্টোকারেন্সি অ্যাপ ও ওয়ালেট গুলিকে অফিসিয়াল প্লাটফর্ম থেকেই ইনস্টল করুন, যেমন :- গুগল প্লে স্টোর অথবা, অ্যাপল স্টোর থেকে। আর অন্য কোন অজানা ওয়েবসাইট গুলি থেকে ডাউনলোড করবেন না।
এই ক্রিপ্টো অ্যাপ এবং ওয়ালেট গুলি ইনস্টল করার সময় কোন প্রকার সন্দেহ জনক দৃষ্টি চোখে পড়লে, ইনস্টল পক্রিয়া কে বন্ধ করে দেবেন।
এই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও অ্যাপ গুলি অরিজিনাল কিনা পরীক্ষা করার জন্য অল্প পরিমান অর্থ বিনিয়োক করুণ |
আজকে আমরা শিখলাম
আমরা জানলাম ক্রিপ্টোকারেন্সির অপরাধ ,কীভাবে জাল ক্রিপ্টোকারেন্সিগুলি কে চিহ্নিত করবেন ও নকল ক্রিপ্টো ওয়েবসাইট গুলি দিয়ে প্রতারকরা কি ভাবে সাধারণ ইনভেস্টরদের শিকার করা হচ্ছে |
নিজে ভালো করে ক্রিপ্টোকারেন্সিগুলি কে পর্যবেক্ষন করুণ, অল্প অল্প করে ইনভেস্ট করতে শুরু করুণ ও নিজের ঝুঁকিতে বিনিয়োক করুণ |