রক্ষা মন্ত্রীর রাজনাথ সিং অগ্নিপথ যোজনার কথা ঘোষণা করেন। এই প্রকল্প ভারতীয় সেনাবাহিনীতে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। এই স্কিম এর মাধ্যমে ভারতীয় যুবকদের চার বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীতে ভর্তি করা হবে। যখন তারা চাকরি ছাড়বেন তখন তাদেরকে সেভা নিধি প্যাকেজ ও সার্ভিস ফান্ড প্যাকেজ দেয়া হবে। রাজনাথ সিং জানিয়েছেন যে প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি অগ্নিপথ যোজনা অনুমোদন দিয়েছে।
অগ্নিপথ যোজনার মাধ্যমে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে
এই প্রকল্পটি ঘোষণা করার সময় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে অগ্নিপথ স্কিমের মাধ্যমে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই প্রকল্পে কাজ করার সময় তরুণরা যে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করবে তার ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ পাবে।
তিনি আরো জানিয়েছেন যে ভারতীয় সেনাকে বিশ্বের সেরা বাহিনীতে পরিণত করার জন্য প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা অগ্নিপথ স্কিম নামে একটি প্রকল্প নিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনী কে অত্যাধুনিক সুসজ্জিত করার জন্য। চার বছর কাজ করার পর “অগ্নিবীরদের” একটি ভাল বেতনের চাকরি একটি প্রস্থান প্যাকেজের বন্দোবস্ত করা হবে।
অগ্নিপথ যোজনার গুরুত্বপূর্ণ বিষয়
অগ্নিপথ যোজনার মাধ্যমে যে সকল তরুণ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করবেন তাদেরকে “অগ্নিবীর” বলা হবে। দেশ সেবায় চার বছরের জন্য তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কাজে যুক্ত হওয়ার পর তারা ভাল মাইনে পাবেন। চার বছর পর আরও নতুন সুযোগ তাদের দেয়া হবে। চার বছর চাকরি করার পর তাদের সার্ভিস ফান্ড প্যাকেজ দেয়া হবে। চার বছর কাজ করার পর অনেক সেনাকেই ছেড়ে দেয়া হবে, কিন্তু কিছু অগ্নিবীর তাদের কাজ চালিয়ে যেতে পারবে।
অগ্নিপথ যোজনা নিয়োগ পদ্ধতি
এই দেশ সেবার সুযোগ দেয়া হবে 17.5 থেকে 21 বছরের যুবকদের। অগ্নিবীর প্রশিক্ষণ চলবে 10 সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত। 90 দিনের জন্য প্রথমে নিয়োগ করা হবে। চাকরি চলাকালীন কোন অগ্নিবীর এর মৃত্যু হলে তার পরিবারকে এক কোটি টাকা দেয়া হবে। আর যতদিন চাকরি বাকি থাকবে তার বেতন দেয়া হবে।
এছাড়াও কোন অগ্নিবীর অক্ষম হয়ে গেলে তাকে 44 লক্ষ টাকা দেয়া হবে এর সাথে বাকি চাকরির বেতন গুলি পাবে। সারাদেশব্যাপী প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থীকে অগ্নিপথ যোজনার জন্য নিয়োগ করা হবে। যারা নিযুক্ত হবেন তারা চার বছরের জন্য অগ্নিবীর রূপে চাকরি করবেন।
Official Notice | Update soon |
Apply Online | Update soon |
Crypto Bangla | Bengali job news |