আপনি কি সরকারি চাকরি খুঁজছেন। আপনার জন্য বিরাট সুখবর আছে এই প্রতিবেদনটিতে। 2022 সালে কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ এর Official Notice জারি করা হয়েছে। আজ থেকেই করা যাবে Application Form Fill up। শিক্ষাগত যোগ্যতা কত, শূন্য পদ, আবেদনের Last Date, আবেদন পদ্ধতি সবকিছুই আলোচনা করব নিচে। Kolkata Police Recruitment 2022 সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
2022 এ কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য 1410 ও 256 জনকে নিয়োগ করা হবে। এই পদ গুলোকে সংরক্ষিত ও অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে সরকারের নিয়ম অনুসারে ভাগ করা হবে। খেলোয়াড় দের জন্য আলাদাভাবে পদ সংরক্ষণ করা আছে।
কলকাতা পুলিশ কনস্টেবল এপ্লিকেশন ডেট | Kolkata Police Constable Recruitment 2022 date
Application Start Date | 29/05/2022 |
Application Last Date | 27/06/2022 |
Last Date Of Online Fee Payment | 27/06/2022 |
Admit Card Download Date | To Be Announced Soon |
KP Exam Date | To Be Announced Soon |
Kolkata Police Exam Date 2022 | To Be Update Soon |
আজ থেকেই KP Constable Recruitment 2022 এর জন্য আবেদন করতে পারেন। আবেদন করার শেষ তারিখ টি হল 27 জুন 2022।
Kolkata Police SI Male and Lady SI এবং সার্জেন্ট এর পরীক্ষা হয়েছিল 2021 সালে তার Answer Key বেরিয়ে গেছে। আর এর সাথে সাথে কলকাতা পুলিশের কনস্টেবল এর নিয়োগ এর জন্য 2022 সালের নোটিফিকেশন জারি করা হয়েছে।
কলকাতা পুলিশ কনস্টেবল 2022 শিক্ষাগত যোগ্যতা
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল 2022 আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে। আপনি যদি মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকেন আর তার সাথে বাংলা লিখতে পড়তে ও বলতে জানেন তাহলে আপনি West Bengal Police Recruitment 2022 পদের জন্য একজন যোগ্য প্রার্থী। কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
আরো পড়ুন – WBP Constable Main Cut off 2022
কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পদ্ধতি | Kolkata Police Constable selection process
কলকাতা পুলিশ কনস্টেবল এর তিনটি ধাপের মধ্য দিয়ে Recruitment করা হবে –
- Preliminary written test
- Physical measurement and efficiency test
- Final written examination
- Interview
- Training
কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিস পরীক্ষার সিলেবাস | Kolkata Police Constable preliminary Syllabus
Kolkata Police Constable preliminary Syllabus লিখিত পরীক্ষা 100 নম্বরের হবে। সমস্ত কোশ্চেন গুলো MCQ Question থাকবে। অফলাইন মাধ্যমে পরীক্ষা হবে। আর কোশ্চেন গুলি বাংলা নেপালি ভাষায় থাকবে। ¼ নেগেটিভ মার্কিং আছে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।
বিষয় | বিষয় নম্বর |
সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স | 25 |
ইংলিশ | 10 |
ম্যাথমেটিক্স | 25 |
রিসনিং | 25 |
কলকাতা পুলিশ মেন পরীক্ষার সিলেবাস | Kolkata Police Syllabus PDF Download
আপনি প্রিলি তে পাশ করার পর আপনার দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে সেটি পাশ করলে আপনি সরাসরি কনস্টেবল মেন পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন পারবেন। কলকাতা পুলিশের ফাইনাল এক্সামিনেশন 85 নম্বরের হয়। এই বিষয়গুলি থেকে প্রধানত প্রশ্ন করা হয় –
- জেনারেল এওয়ারনেস এন্ড জেনারেল নলেজ
- ইংরেজি
- ম্যাথামেটিক্স
- রিজিনিং
Subject | Marks |
Gk & Gs | 25 |
English | 10 |
Mmathematics | 25 |
Reasoning | 25 |
Total | 85 |
প্রিলির মতনই মেন পরীক্ষাতেও ¼ Negetive Marking থাকবে, চারটে ভুল প্রশ্নের জন্য একটি নাম্বার কাটা যাবে।
Kolkata Police Constable Height and Weight| দৈহিক সক্ষমতার পরীক্ষা
দৈহিক সক্ষমতার পরীক্ষায় Kolkata Police running time পুরুষদের ক্ষেত্রে ৬:৩০ মিনিটে ১৬০০ মিটার আর মহিলাদের ক্ষেত্রে ৪:৩০ মিনিটে ৮০০ মিটার ছুটতে হবে।
Kolkata Constable Male Measurement –
Candidats all catagori (except Gorkha, Garwali, St) –
উচ্চতা- 167 সেমি
ওজন – 57 সেমি
ছাতি – 78 সেমি(না ফুলিয়ে), 83 সেমি (ফুলিয়ে)
Gorkha, Garwali, St Candidate –
উচ্চতা- 160 সেমি
ওজন – 53 সেমি
ছাতি – 76 সেমি(না ফুলিয়ে), 81 সেমি (ফুলিয়ে)
West Bengal Police height and weight Female –
Candidats all catagori (except Gorkha, Garwali, St) –
উচ্চতা- 160 সেমি
ওজন – 49সেমি
ছাতি – লাগবে না
Gorkha, Garwali, St Candidate –
উচ্চতা- 152 সেমি
ওজন – 45 সেমি
ছাতি – লাগবে না
কলকাতা পুলিশ কনস্টেবল পদের মাইনে | Kolkata Police Constable Salary
কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হওয়ার সাথে সাথে আপনি Per Month 22700 টাকা থেকে 58500 টাকার মধ্যে Kolkata Police Constable-এর Salary পাবেন। আর এসআই পদের ক্ষেত্রে আপনার মাইনে হবে 32 হাজার 100 টাকা থেকে 82 হাজার 900 টাকার মধ্যে।
কলকাতা পুলিশের ফর্ম ফিলাপের লাস্ট ডেট
আজ (29 May) থেকেই Kolkata police application form fill up করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আর Kolkata Police Constable Lady Constable Last Date টি হলো 27 Jun 2022. কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে বসার আগে সমস্ত খুঁটিনাটি তথ্য গুলি ভালোভাবে জেনে নিন, সেই সমস্ত ডকুমেন্ট গুলি নিয়ে ফর্ম ফিলাপ করতে বসুন।
কলকাতা পুলিশ কনস্টেবল আবেদনপদ্ধতি | Kolkata Police Constable Recruitment 2022 Form fill up
নম্বর | আবেদনপদ্ধতি |
1. | প্রথমে আপনাকে কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। – https://wbpolice.gov.in/ |
2. | তারপর রিকুটমেন্ট সেখানে ক্লিক করুন। |
3. | আপনার পোস্ট নির্বাচন করুন। |
4. | এরপর KPRB তে রেজিস্ট্রেশন এর জন্য আপনার ডিটেলস দিন। |
5. | আপনার ইউজারনেম পাসওয়ার্ড ভালো ভাবে লিখে রাখুন। |
6. | তারপর ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। |
7. | সম্পূর্ণ ডিটেলস গুলি ফিলাপ করুন। |
9. | অনলাইন পে করুন অথবা অফলাইন চালান প্রিন্ট আউট করুন। |
10. | অনলাইন পে করুন অথবা অফলাইন চালান প্রিন্ট আউট করুন। অ্যাপ্লিকেশন print out নিয়ে রাখুন পরবর্তীকালে কাজে লাগবে। |
Kolkata Police Constable Recruitment 2022 Form fill up করার সময় আপনাকে এই সমস্ত তথ্যগুলি সঙ্গে নিয়ে রাখতে হবে, যেমন –
- আপনার নাম
- জন্মতারিখ
- মাধ্যমিকের রেজাল্ট
- আধার কার্ডের নাম্বার
- পরীক্ষা সেন্টার নির্বাচন করতে হবে।
- আপনার ওজন উচ্চতা ছাতির পরিমাপ।
- শিক্ষাগত যোগ্যতা।
- সাম্প্রতিক তোলা রঙিন ছবি , আর আপনার সিগনেচার।
Application Form Online-এ সাবমিট করার আগে ভালভাবে যাচাই করে নেবেন। আপনি যে ডিটেল গুলি সাবমিট করেছেন সেগুলো যেন 100% সঠিক হয়, না হলে আপনাকে পরবর্তীকালে অসুবিধার মধ্যে পড়তে হবে।
সাবমিট করার আগে ভালভাবে যাচাই করে নেবেন। আপনি যে ডিটেল গুলি সাবমিট করেছেন সেগুলো যেন 100% সঠিক হয়, না হলে আপনাকে পরবর্তীকালে অসুবিধার মধ্যে পড়তে হবে।
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের আবেদন ফী কত?
কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই অ্যাপ্লিকেশন ফি (Application Fee) জমা করা যাবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 170 টাকা আর সংরক্ষিত প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা দিতে হবে। অনলাইনে ফি পেমেন্ট করার মাধ্যম গুলি হল –
ডেবিট কার্ড |
ক্রেডিট কার্ড |
নেট ব্যাঙ্কিং |
ই ওয়ালেট |
ইউপিআই |
আর অফলাইন চালানের মাধ্যমেও Kolkata Police Application Fee জমা দেয়া যাবে।
কলকাতা পুলিশ কনস্টেবল বয়স সীমা | Kolkata Police Constable Age limit
(01.01.2022অনুসারে) যদি আপনি কলকাতা পুলিশ কনস্টবল পদের জন্য Online Apply আবেদন করতে চান তাহলে আপনার নুন্যতম অনুসারে আপনাকে বয়স ১৮ বছর (minimum age) আর সর্বোচ্চ বয়স ২৭ (maximum age) বছরের মধ্যে থাকতে হবে। ST,SC ও সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়াহবে।কলকাতা পুলিশে কর্মরত Civic ভলিন্টিয়ারদের বয়সে কোনো ছাড় দেওয়া হবেনা।
শ্রেণী | বয়সে ছাড় |
OBC | 03 বছর |
ST,SC | 05বছর |
Kolkata police Constable Vacancy 2022 date
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিশিয়াল ভাবে জানিয়েছিলেন যে মোট 2500 টি ভ্যাকেন্সি আসতে চলেছে। আর তার ঠিক পরেই 26 may Wbp Recruitment – 1666 টি শূন্য পদে Kolkata Police Lady Constable Recruitment 2022 প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল।
category | Constable Vacancy | Lady Constable Vacancy |
UR | 283 | 83 |
UR (EC) | 87 | 37 |
UR(HG) | 94 | 27 |
UR (CIVIC Volenteer) | 59 | 18 |
UR Sports Quata | 23 | 7 |
ST | 76 | 5 |
ST (EC) | 59 | 2 |
ST(HG) | 216 | 19 |
SC | 130 | 19 |
SC (EC) | 66 | 5 |
SC(HG) | 44 | 6 |
SC (CIVIC) | 51 | 4 |
OBC- A | 35 | 12 |
OBC- A (EC) | 35 | 8 |
OBC – A (HG) | 26 | 5 |
OBC -A (CIVIC) | 12 | 2 |
OBC-B | 33 | 5 |
OBC-B (EC) | 17 | 3 |
OBC-B (HG) | 12 | 2 |
OBC-B (CIVIC) | 11 | 1 |
TOTAL | 1410 | 256 |
Helpline No For KP Recruitment 2022
Police Constable Recruitment 2022 এ এপ্লিকেশন করার সময় যদি আপনার কোন সমস্যা হয় তাহলে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন –
Official website:- www.police.gov.in 2021
Official Address – 2/1 Bakr Road (2nd Floor 33rd Floor) Kolkata – 700027
Email Id – kprb.kol@gmail.com
Telephone No – (91-33) 2448-2247
উপসংহার
আশা করছি এই পোস্টিতে কলকাতা পুলিশ কনস্টবল 2022 এর সমস্ত প্রশ্নোর উত্তর দিতে পড়েছি। এই পোস্টটি যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনাকে যে বন্ধু গুলো Kolkata Police Constable And Lady Constable Recruitment 2022 এর প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমার বয়স 27 বছর আমি কি কোলকাতা পুলিশ কনস্টেবল এর জন্য আবেদন করতে পারি কি ?