SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ২০২২ সালে নতুন কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র প্রকাশ করেছে। যে সমস্ত বেকার যুবকদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করার ইচ্ছা আছে তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন। ২৬ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে। আর কতদিন ধরে তা চলবে নোটিফিকেশনে বলে দেয়া আছে।
SAIL Recruitment 2022 এ আবেদন করার জন্য যে সমস্ত বিষয় গুলি আপনাকে আবেদন করার আগে জানতে হবে সেগুলি এখানে আলোচনা আলোচনা করা হয়েছে সে গুলি হল – বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন Fee. এই সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখে আবেদন করবেন।

SAIL recuitment 2022 Vacancy Details
Name | No Of Post |
Sr Consultant | 02 |
Consultant / Sr Medical Officer | 08 |
Medical Officer | 06 |
Dy Manager | 02 |
Asst Manager | 22 |
Mines Foreman | 16 |
Surveyer | 04 |
Operator cum technician | 79 |
Mining Mate | 17 |
blaster | 17 |
Attendent Cum Technician | 78 |
Fireman Cum Fine Engineer Driver | 08 |
SAIL Recruitment 2022 Age Limit
সেল রিক্রুটমেন্ট ২০২২ (SAIL Recruitment 2022) এ আবেদনকারীদের বয়স আপনি কোন পদের জন্য আবেদন করতে চান তার ওপর নির্ভর করবে। সর্বোচ্চ বয়সসীমা ৪৪ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স সংক্রান্ত বিস্তারিতভাবে জানার জন্য নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে জানতে পারেন।
SAIL Recruitment 2022 Application Fee
সেইলে আবেদন করার জন্য আবেদন ফি টাকা লাগবে তার নিচে শ্রেণীবদ্ধ ভাবে দেখানো হলো।
Post | Fees (Gen / OBC / EWS) | SC / ST / PWS / EMS / DEPT |
E1 & Above | RS. 700/- | Rs. 200/- |
S3 | 500/- | 150/- |
S1 | Rs. 300/- | Rs. 100/- |
SAIL Recruitment Education Qualification
SAIL-এ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রার্থীরা নিচে দেয়া নোটিফিকেশন থেকে জানতে পারেন।
SAIL Recruitment 2022 Selection Process
Sail এ ভর্তির প্রক্রিয়া নিচে দেয়া পদ্ধতিতে হবে –
- লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিকেল পরীক্ষা।
SAIL Recruitment 2022 Important Linke
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Telegram Channel | Click Here |
Google News | Click Here |
New Job News | Click Here |