আজ 22 May যে WBP Constable Main Exam Result 2022 সংঘটিত হয়ে গেল। এই পরীক্ষাটি নিয়ে থাকে West Bengal Police Recruitment Board। আজকে আমরা আলোচনা করব যে West Bengal Police Constable and Lady Constable Main Exam Cut Off কত হতে পারে?
যেকোনো পরীক্ষার কাট অফ নির্ভর করে question-এর level আর কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত ছিল তার ওপর। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার উপস্থিত হার ভালো ছিল এবং 25% প্রশ্ন শক্ত ছিল আর 45% প্রশ্ন মধ্যম মানের ছিল যেগুলি বেশিরভাগ পরীক্ষার্থী করে এসেছে। এমন 30% প্রশ্ন ছিল যে গুলি খুবই সহজ, যারা আরেকটু ভালোভাবে exam preparation করেছিল তারা আশা করি সেই সমস্ত question answer গুলি দিয়ে এসেছে।
Wbp constable previous year cutoff (2022, 2019, 2018)
2022 এর পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষার কাট অফ আলোচনা করার আগে আমাদের wbp constable main 2019,2018 পারলে সালে কাট অফ কত গিয়েছিল তা একবার দেখে নিলে আমাদের সুবিধা হবে 2022 সালে কাট অফ কত যেতে পারে।
Wbp Constable Main 2019 Cut-Off
Candidate’s Catagory | Main Cutoff |
General | 38 |
OBC-A | 36 |
OBC-B | 37.75 |
SC | 37.08 |
ST | 32 |
Wbp Constable Mains Cut Off Marks 2018
Candidate’s Catagory | Wbp 2018 Cut Off |
General | 33 |
Obc-A | 30 |
Obc-B | 32.5 |
SC | 31 |
ST | 27 |
wbp constable And Lady Constable mains cut off marks 2022
Wbp constable and lady constable main exam result 2022 expected cutoff mark আপনি নূন্যতম কত নাম্বার পেলে wbp constable main interview-র জন্য 2022 সালে ডাক পাবেন তার তালিকা নিচে দেয়া হল। প্রথমত main exam -এ constable and lady constable পরীক্ষার্থীরা কত নাম্বার পেলে ইন্টারভিউ জন্য ডাক পাবেন দেখুন।
আমরা বেশ কিছু পরীক্ষার্থী ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করার পর এই cut off marks এর তালিকা আপনাদের কাছে নিয়ে এসেছি।আপনি যদি West Bengal police 2022 expected cutoff টপকাতে পারেন তাহলে আমি নিশ্চয়ই ইন্টারভিউয়ের জন্য পাবেন।
আজকে যে cutt off নিয়ে আলোচনা করব সেটা শুধু ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। Merit cutoff বা men final cut off নিয়ে এখন আমরা আলোচনা করব না। পরবর্তীকালে যখন ইন্টারভিউ হয়ে যাবে তারপর যে রেজাল্ট বেরোবে তারপর আমাদের এই ওয়েবসাইটে wbp 2022 main expected cut off পেয়ে যাবেন,নোটিফিকেশন টা সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন।
Wbp constable 2022 Expected Final Result Cut Off
Catagory | পুরুষ | মহিলা |
UR | 45 – 47 | 32 – 34 |
OBC-B | 42 – 44 | 28 – 30 |
OBC -A | 39 – 44 | 25 – 31 |
SC | 39 – 43 | 28 – 32 |
ST | 35 – 39 | 21 – 25 |
উপরে যে West Bengal police main result এর কাট অফ মার্কস দেওয়া হয়েছে যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি এখন থেকেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন আর যাদের নাম্বার আমাদের দেওয়া কাট অফ মার্কস থেকে 4-5 নাম্বার কম আসছে আপনারা ইন্টারভিউ জন্য preparation শুরু করুন। আপনাদেরও ডাক পাওয়ার সম্ভাবনা আছে।
উপসংহার –
আশাকরি আমরা আপনাদের Wbp Constable Main 2022 Cut Off রেজাল্টের একটা এক্সপেকটেড নম্বর দিতে পেরেছি আর আপনারাও আমাদের এই cuttoff টা আপনাদের উপকৃত করবে। যদি wbp constable 2022 সংক্রান্ত সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটে কে অনুসরণ করতে পারেন।
Wbp Final Result 2022 FAQ –
Wbp Constable Result কোন ওয়েবসাইট থেকে ডাওনলোড করতে হবে?
এই ওয়েবসাইটটিতে আপনি wbp result পেয়ে যাবেন – https://wbpolice.gov.in/
Wbp constable main 2022 final cut off marks কত?
এই পোস্টিতে উপরের দিকে সমস্ত কিছু আলোচনা করেছি।
wbp constable main 2022 result date?
তারিখ প্রকাশিত হলেই এই ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
Sir West Bengal constable Main cutt off Kato hote pare?