Bhuban Badyakar এর নতুন ৭০,০০০ টাকা দামের Iphone 13 মোবাইল ফোন

Bhuban Badyakar কে আপনারা সবাই চেনেন। এমন কোন লোক নেই যে ইন্টারনেট চালায় আর বাদাম কাউকে চেনে না। বীরভূম জেলা দুবরাজপুরের একটি প্রান্তিক গ্রামের বাসিন্দা তিনি। ভুবন বাদ্যকারের কারণেই “কুড়ালজুড়ি” গ্রাম এখন সবার মুখে মুখে।

যে মানুষটি কাচা বাদাম বিক্রি করে তার সংসার চালাত, তালপাতার ছাউনি দেওয়া মাটির ঘরে বাস করত সে আজ ইন্টারনেট স্টার। তার একটি গান এতটাই ভাইরাল হয়েযায় যে তার ভাগ্যটাকে পরিবর্তন করে ফেলে। এখন গাড়ি,বাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণ অর্থের মালিক তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি বিভিন্ন গানের অ্যালবামের কাজ করেছেন। সেই গানগুলির দর্শকসংখ্যা কোটির গণ্ডি ছাপিয়ে গেছে। গানের অ্যালবাম ও দেশের বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রামের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে তার কাঁচা বাড়িটিকে করেছেন পাকা, যা দেখতে কোন অংশে রাজপ্রাসাদের থেকে কম নয়।

Bhuban Badyakar New Iphone 13

15ই জুন তার অফিসিয়াল ইউটুবে চ্যানেল ভুবন বাদ্যকার অফিসিয়ালে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, সেখানে তিনি তার নতুন iphone 13 সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিছুদিন আগে তিনি পাঁচদিনের দিল্লি সফরে যান।

Bhuban Badyakar New Iphone 13
Bhuban Badyakar New Iphone 13

Umbrella Girl Death News পরীক্ষায় ফেল করাই আত্মহত্যা করলো ছাত্রী

সেখানে তার একটি বার্থডে পার্টির অনুষ্ঠান ছিল, বাদাম কাকু যে ভিডিও উপলোডে করেছেন তে দেখাযায় যে এই অনুষ্ঠানে সমস্ত অতিথিকে কাঁচা বাদাম গানে কোমর দোলাত দেখাযায়। প্রোগ্রাম শেষে তাকে একটি আইফোন থার্টিন উপহার দেওয়া হয় যার দাম প্রায় 71 হাজার টাকা। এত দামী একটি মোবাইল ফোন উপহার পেয়ে তিনি ভীষণ খুশি।

Video credit – Bhuban Badyakar Official

দিল্লি থেকে ফিরেই Bhuban Badyakar ইউটিউব ভিডিও আপলোড করে তার বাঁধভাঙ্গা আনন্দ দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। ভুবন বাদ্যকর আরো জানিয়েছেন যে তার কাচা বাদাম 2 শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তার নতুন গানে জন্য দর্শকরা অপেক্ষা করে বসে আছে কিন্তু কবে প্রকাশ হবে, কোথায় হবে এখনো কিছুই জানা যায়নি।

Leave a Comment