Earthquake Today News: 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হল উত্তরপ্রদেশে লখনৌ শহর সহ ভারতের বিভিন্ন জায়গায়।  

Earthquake Today News: হঠাৎ রাত 1 টা 16 মিনিটের সময়  শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা  জানায় যে,  ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে ঘরের আসবাবপত্র গুলি কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। কালকে উত্তরাখণ্ডেও ভূমিকম্প অনুভূত হয়।  

Earthquake news today
Earthquake news today

এই ভূমিকম্প উত্তরপ্রদেশে লখনৌ ও  সিতাপুর এর বহু জায়গায় একটা 16 মিনিটে 5.2 মাত্রার কম্পন অনুভূত হয়। এই আর্থ কুইক এর উৎস স্থল ছিল লখনৌ থেকে 139 উত্তর-পূর্বে 82 কিলোমিটার  গভীরতাই।  

তবে এই ভূমিকম্পের ফলে কোনো রকমের ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কম্পনের কারণে লোকজন ঘুমের ঘোরে ছোটে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এই সময় জন্মাষ্টমী উদযাপন এর জন্য প্যান্ডেলের ভেতর যে সমস্ত লোক গুলি ছিল তারাও প্যান্ডেলের বাইরে বেরিয়ে আসে। তারা জানায় যে কম্পন এতটাই তীব্র ছিল যে বাড়ির টেবিল চেয়ার খাট-বিছানা গুলি অনেকক্ষণ ধরে  কাঁপতে থাকে। 

শুক্রবার উত্তরাখণ্ডের পিথরাগড়েও 3.6 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এনসিএস News এজেন্সিদের জানিয়েছে, 3.1 মাত্রার একটি ভূমিকম্প জম্মু-কাশ্মীরের হেনলে গ্রামের দক্ষিণ-পশ্চিমে Earthquake লক্ষ্য করা গেছে।

Earthquake

Leave a Comment