Umbrella Girl Death: বিগত দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াচ্ছে একটি News, Umbrella Girl Suicide করেছে। মেয়েটি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর পাশের দাবিতে আন্দোলন করছিল। তখন একটি সাংবাদিক তাকে আমব্রেলার স্পেলিং জিজ্ঞাসা করে মেয়েটি আমরেলা বানান বলতে পারেনা। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাকে প্রচুর ট্রোল করা হয়।
Umbrella girl death west bengal
সোশ্যাল মিডিয়া খুললেই West Bengal-এ এখন একটাই খবর চারিদিকে ঘোরাফেরা করছে, যেখানে দাবি করা হচ্ছে যে আমব্রেলার গার্ল মারা গেছে (Umbrella girl death west bengal)। অনেক বাংলা নিউজ ওয়েবসাইট দাবি করছে যে Umbrella Girl Suicide করেছে। আরো বাড়াবাড়ি তো তখন হল যখন বাংলার একটি জনপ্রিয় অভিনেত্রী তার ফেসবুক পোস্টে আমরেলা গার্লের মৃত্যুর খবরটি পোস্ট করেন আর লেখেন যে -“ট্রোলের শিকারে আত্মঘাতী ছাত্রী সবার ট্রোল সহ্য করার ক্ষমতা থাকেনা”।

Bhuban Badyakar এর নতুন ৭০,০০০ টাকা দামের Iphone 13
RBI- এর নতুন নিয়ম আজই ব্যাংকে গিয়ে এটি করুন নাহলে
Umbrella girl death fake or real
যে মেয়েটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে না পারায় আত্মহত্যা করেছে সেই মেয়েটির নাম হলো শম্পা হালদার বয়স 17 বছর। আর আমব্রেলা গার্লের নাম হচ্ছে সুদীপ্তা দুটি মেয়েই সম্পূর্ণ আলাদা। Umbrella Girl suicide–র যে খবর সারা সোশ্যাল মিডিয়া জুড়ে তা মূলত Fake News। অনেক নিউস পোর্টাল এই খবরের সত্যতা যাচাই না করেই Real News বলে চালিয়ে দিচ্ছে।

Umbrella girl news death
যে ছাত্রীটির Suicide করেছে সে মালদার হাবিবপুর আরে RN Roy Girls School-এর ছাত্রী ছিলেন। এবছর এই স্কুলের 180 জনের মধ্যে 100 জন পাশ করে বাকিরা ফেল করে। অনুত্তীর্ণ ছাত্রীরা পাশের দাবিতে আন্দোলন করছিলো। শম্পা ও সেই আন্দোলনে শামিল ছিল। উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ফেল করেছিল সে।

বাকি সব বিষয়ে পাশ করলেও ইংরেজিতে মাত্র এক নম্বর কম পাওয়ায় ফেল করে। পাস করানোর দাবিতে মালদার বুলবুলচন্ডী এলাকার রাজ্য সড়ক অবরোধ করে তারা এবং জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে আত্মহত্যা করেছে ছাত্রীটি।
এই ধরণের আরো বাংলা খবর সবার আগে দেখার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন – CryptoBangla