Vikram Vedha -র ট্রেলার আজকে মুক্তি পেল। হৃত্বিক রোশন আর সাইফ আলী খানের এই মুভিটার জন্য তাদের অনুরাগীরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিল অবশেষে আজকে তাদের অপেক্ষার অবসান হল বিক্রম বেদার টেলার এর মুক্তির মধ্যে দিয়ে।

আজ বুধবার বিক্রম বেদার টেলার লঞ্চ হয়ে গেল। এই ফিল্মে হৃত্বিক রোশন আর সাইফ আলী খান কে রাফটাফ লোকে দেখা যাবে।
দর্শকেরা আবার তিন বছর বাদে ঋত্বিক রোশন কে দেখতে পাবে বড় পর্দায়। বিক্রম বেতালের কাহিনী থেকে রিত্তিকের বিক্রম বেদা অনুপ্রাণিত। আমরা বিক্রম বেতালে দেখেছি বেতাল কিভাবে বিক্রমকে তার কথার জালে জড়িয়ে দিত ঠিক সেরকমই কিছু রোমাঞ্চকর দৃশ্য এই সিনেমাটিতেও দর্শকেরা উপভোগ করতে পারবেন।।
আপনাদেরকে বলে রাখি যে এই সিনেমাটি বিজয় সেতুপতি ও আর মাথাভাণ অভিনীত, ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা বিক্রম বেদার অফিসিয়াল রিমেক।, সিনেমাটাকে দর্শকেরা খুব পছন্দ করেছিল।
১.৫৬ মিনিটের বিক্রম বিক্রম বেদয়া টিজারে আমরা প্রথমেই হৃত্বিক রোশনকে পুলিশ লকাপে দেখতে পায় তখন তিনি সাইফ আলী খানকে বললেন যে – “এক কাহিনী শুনাউু স্যার”। এখান থেকেই শুরু হয়ে যায় বিক্রম বেদার রোমাঞ্চকর ট্রিজারের। সিনেমাটির কাহিনী সাসপেন্স আর থিলা রে ভরপুর।
Follow Us on Google News –