পশ্চিমবঙ্গ মাধ্যমিক রেজাল্ট ২০২২: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো । আজকে অর্থাৎ 3 রা জুন মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হলো। wbresult nic in
সকাল 9:30 এ এর সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় 2022 সালের মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করলেন। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল যে 90 দিনের মধ্যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। কথামতো ঠিক কোন আছি দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট গুসনা করা হলো।
ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট 2022 লিংক
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কিভাবে দেখব
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 কবে বেরোবে
গত বছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিকে বসার জন্য ফরম ফিলাপ করেছিল 177699 জন। কিন্তু করোনার কারণে পরীক্ষা বাতিল হয়ে যায়। 2021 সালের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার বেশি।
এবছর ছাত্রছাত্রীরা আরো ভালো রেজাল্ট করেছে। দুই হাজার কুড়ি সালে যেখানে পাসের হার ছিল 84.34 এবছর তা বেড়ে হয়েছে 86.60 শতাংশ অর্থাৎ 0.26 শতাংশ বেড়েছে।
এবছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য মোট1129800 জন ছাত্র-ছাত্রী ফরম ফিলাপ করেছিল। আর পরীক্ষা দিয়েছে 1098775 জন স্টুডেন্ট। এদের মধ্যে থেকে মাধ্যমিক এক্সাম পাস করেছে 9049927 জন পরীক্ষার্থী।
এবছর সেকেন্ডারি এক্সামে 45673 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে পাস করেছে 431150 ।আরে বছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 65524, পাস করেছে 514718 জন। এবছর ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাসের হার বেশি। ছাত্রদের পাসের হার 88.59 শতাংশ আর ছাত্রীদের পাশের হার 86.59 শতাংশ।
আজকে রেজাল্ট প্রকাশের সময় মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণ গঙ্গোপাধ্যায় জানান যে কেউ যদি তাদের খাতা রিভিউ, স্কুটিনি ইত্যাদি করতে চায় তাহলে তাকে আজ থেকে 17 দিনের মধ্যে স্কুলে রিপোর্ট করতে হবে।
2022 সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। এ বছর যারা প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিয়েছেন তাঁরা হলেন।
এবছর 693 যুগ্মভাবে প্রথম হয়েছেন দু’জন,
1) অর্ণব গোড়ায় – বাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল বাঁকুড়া (693)
2) রৌনক মণ্ডল – বর্ধমান সিএমএস হাই স্কুল(693)
692 নম্বর পেয়ে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন দুজন মাধ্যমিক পরীক্ষার্থী।
1) কৌশিকী সরকার- আদর্শ বাণী অ্যাক্যাডেমি হাই স্কুল মালদা
2) রৌনক মণ্ডল – ঘাটাল বিদ্যাসাগর আই স্কুল
691 নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন তিন জন পরীক্ষার্থী
1) উমারানি ঘোড়াই – মহিলা কল্যাণ গায়ে হাই স্কুল আসানসোল
2) অনন্যা দাশ গুপ্ত –
3) দেবশিখা প্রধান
690 নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে নিয়েছেন চারজন
1) অভিশেক দাস- আলিপুরদুয়ার
2) অভিষেক গুপ্ত- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা
3) সাগ্নিক কুমার দে- হুগলি কলেজিয়েট
4)রাশি ত্রিপাঠি -কলকাতা পাঠভবন
আর 689 নাম্বার পেয়ে মোট 11 জন পশ্চিমবঙ্গ মাধ্যমিক রেজাল্ট ২০২২ পঞ্চম স্থানে আছেন।