টেরা লুনারের দাম এতোটাই নিচে নামতে শুরু করেছে যে এখন দাম প্রায় শূন্যেতে এসে ঠেকেছে। সবাই ভেবেছিল কয়েনটা stable থাকবে। কিন্তু এই কয়েনটাই বিনিয়োগকারীদের পয়সার ডোবাল। ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance এর প্রতিষ্ঠাতা Changpeng Zhao বিরাট ধাক্কা খেয়েছে এই ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করে। তিনি তো বলেই ফেললেন ‘আমি আবার গরীব হয়ে গেলাম’।
Zhao-এর ডুবল 100 কোটি ডলার
লুনা ধসে ঝাওয়ের ডুবে গেল প্রায় 100 কোটি ডলার। বাইনান্স এর প্রতিষ্ঠাতা এই লোকসানের ব্যাপারে টুইট করে বলেছেন “আমি আবার গরিব হয়ে গেলাম”!
তিনি বলেছেন যে শুনায় নির্দেশ করা 160 কোটি ডলারের মধ্যে এখন শুধু 2500 ডলার বেঁচে আছে।
মাত্র 2200 ডলার বেঁচে আছে

2018 সালে, ভায়োলেন্স টারা নেটওয়ার্ক 1.5 লক্ষ-কোটি টোকেন কিনে ছিল 30 লক্ষ ডলারের বিনিময়। এই বছর এপ্রিলে যখন লুনা তার সর্বোচ্চ দাম ছুঁয়ে হয়েছিল তখন তাদের বিনিয়োগ 107 কোটি ডলারে পৌঁছে গিয়েছিল কিন্তু ঝাও তখন লুনা টোকেন বিক্রি না করায় এখন যখন দাম প্রায় শূন্যেতে এসে ঠেকেছে তাদের বিনিয়োগের অর্থ প্রায় শূন্যতে এসে ডেকে 2200 ডলার হয়ে গিয়েছে।
আরো পড়ুন –
- এই দেশের মানুষগুলি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে
- বিটকয়েন থেকে এখনই কি টাকা তুলে নেওয়ার এখনই সঠিক সময়
- শিবা ইনু ও ডোজ কয়েন কেনার এখনই বড়ো সুযোগ
এক সপ্তাহে 99% দাম কমে গেছে
Binance-এ 18.6 শতাংশ দাম পড়ে গিয়ে এখন দাম 0.0001 416 ডলার। বাইনান্স থেকে পাওয়া ডাটা থেকে জানা যাচ্ছে যে Terra LUNA -র দাম প্রায় 99 দশমিক 15 শতাংশ পড়ে গেছে। এর মার্কেট কেক এখন 92.8 499 কোটি ডলার রয়ে গেছে।
এপ্রিলের আগে এই প্যান্টের দাম 119.18 ডলার অলটাইম হাই ছিল। তারপর খুব দ্রুত এই কয়েনের দাম পড়তে শুরু করল।