বিটকয়েনের দাম মঙ্গলবার 8.46 শতাংশ পড়ে যাওয়ায় 30,882 ডলার এসে ঠেকেছে। 2021 সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম 67,566 ডলারে আসে ঠেকেছে।।
এরপর থেকে পৃথিবীর সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এর দাম অনেকটাই নিচে নামতে শুরু করে। বিটকয়েনের বাজার মূল্য মঙ্গলবার 8.46 শতাংশ নেমে যাওয়ায় এখন দাম 30,882 ডলার হয়েছে। 8.46 শতাংশ দাম কমে যাওয়ায় Investor -দের সম্পত্তির অর্ধেক হয়ে গেছে।
50 শতাংশের নিচে নেমে গেল ক্রিপ্তমারকেট ক্যাপ
ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ভেতরে বলাবলি চলছে যে বিশ্বের বাজারে মন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্ব অর্থনীতিতে ধস ও ভারতে ক্রিপ্টোকারেন্সি ওপর 30% কর ইত্যাদি বিটকয়েনের দাম কমার জন্য দায়ী।
বিটকয়েনের মার্কেট ক্যাপিটালাইজেশন 585B ডলার থেকেও বেশি। শুধু বিটকয়েনের মারকেট ক্যাপ কমেনি পুরো ক্রিপ্টো মার্কেট ক্যাপিটালাইজেশন 50 শতাংশের নিচে নেবে যাওয়ায় এখন মার্কেট ক্যাপিটালাইজেশন 3.15 লাখ থেকে কমে 1.51 লক্ষ কোটি ডোলারে এসে থেমেছে।
দাম কমে গেলেও বিটকয়েনে ক্রিপ্টো মার্কেটে রাজত্ব করছে
বিটকয়েনের দাম পড়ে গেলেও ক্রিপ্টোকারেন্সি বাজারে এখনো বিটকয়েন রাজত্ব করছে। 41.66 শতাংশ Dominance এর সাথে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন গর্বের সাথে প্রথম স্থান দখল করে আছে।
আর তার ঠিক পরেই আছে ইথেরিয়াম যার মার্কেট ক্যাপিটালাইজেশন 19.72 %। যখন বিটকয়েন All Time High – এ ছিল তখন মার্কেট Dominance ছিল 38 শতাংশের মধ্যে।
অন্যানো ক্রিপ্টোর কি অবস্থা দেখেনিন
ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞদের মতে। ক্রিপ্টোকারেন্সি দাম কমে যাওয়ার প্রধান কারণ মনে করা হচ্ছে টেকনোলজির শেয়ারের দাম পড়ে যাওয়া।
ইথেরিয়াম মঙ্গলবার 6.9 শতাংশ পড়েছে , doge coin 11.03 শতাংশ, XRP 11.42 শতাংশ, শিবা ইনু 15.30 শতাংশ দাম কমেছে।
সারাংশ –
এখন কিছুদিন মার্কেট ডাউন থাকবে। আপনি যদি আপনার মূল্যবান অর্থ ইনভেস্ট করতে চান তাহলে বুঝে-শুনে ইনভেস্ট করুন কারণ মার্কেট এখনো নামতে পারে।
কম দামে ক্রিপ্টোকারেন্সি কিনে বেশি দামে বিক্রি করে আপনার আসল বার করে নিয়ে আপনি লাভ তুলে নিতে পারেন।
আমাদের এই প্রতিবেদনটা আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ক্রিপ্টোকারেন্সি আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটি Crypto Bangla -কে Follow করতে ভুলবেন না। এই আর্টিকেলটা পাড়ার জন্য ধন্যবাদ।