শিবা ইনু ও ডোজ কয়েন কেনার এখনই বড়ো সুযোগ 2022

আপনি যদি 2022 সালে বিনিয়োগ করার জন্য ভালো ক্রিপ্টোকারেন্সি খোঁজ করছেন তাহলে, মে মাসে শিবাইনু ও ডোজকয়েন BUY করার সঠিক সময় |

Elon Musk যাকে ক্রিপ্টো মার্কেটের মহানায়ক বলা হয় | তিনি টুইটার কোম্পানির পুরো মালিকানা কিনে ফেলেন | টুইটারে সবথেকে বেশি ফলোয়ার ইলন মাস্কের একটা টুইটে ক্রিপ্টো মার্কেট উপর নিচে হয়। | বহু লোক তার টুইট করা ক্রিপ্টো কয়েন গুলি কে BUY করে থাকে |

Elon Musk এর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট কে পাবলিশ করার সময়, Twitter তার পোস্টটাকে ভেরিফিকেশন করে তারপর পাবলিশ করার অনুমতি দেয়। যেকোনো বিষয়ে তিনি খোলা মনে বলতে পারেন না। বলা হচ্ছে টুইটার কোম্পানি কেনার এটা একটা কারণ মনে করা হচ্ছে |

তিনি এখন যেকোন ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে টুইট করে টোকেনটির মূল্যকে বাড়ি দিতে পারে | কোনো রকম বাধা বিপত্তি থাকবে না | Elon Musk এর জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি টোকেন ( Bitcoin, Dogecoin, Shiba Inu ) এর মত কয়েন গুলিকে ইনভেস্টররা Buy করে ভালো মুনাফা করেছিলেন |

মে মাসে অনেকে এই কয়েন গুলিকে Hold করে রাখছেন মনে করা হচ্ছে জুন মাস থেকে এই কয়েন গুলিতে আপার সার্কিট দেখতে পাওয়া যাবে |

ডোজকয়েন (Dogecoin) এর নতুন ঢেউ আসতে চলেছে ,কারণ গুলি কি কি?

Billy MarkusJackson Palmer নামে সফটওয়্যার ইঞ্জিনিয়ার Dogecoin ক্রিপ্টোকারেন্সি কে তৈরি করেন | এটি একটি মিম কয়েন |
Elon Musk তার টুইটার অ্যাকাউন্টে মাঝে মাঝে ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করে থাকে ,তার টুইট করার ফলে বাজারে গতিবিধি সৃষ্টি হয় | Dogecoin এর উপর ইলন মাস্ক এর অবদান গুরুত্বপূর্ণ |


প্রথমবার ইলন মাস্ক টুইটার এ ২০২০ সালে ডিসেম্বর মাসে Dogecoin এর সম্পর্কের টুইট করেন, টুইটের ফলে ২০ পার্সেন্ট মান বেড়ে যায়। টুইটে কিছু শব্দ লিখেছিলেন যেমন: ” Doge shortly after – ডোজ কিছক্ষন পরে “


সবচেয়ে বড় প্রভাব পড়ে ১৫ এপ্রিল ২০২১ সালে – ইলন মাস্ক Dogecoin এ সম্পর্কে একটি চিত্রের মাধ্যমে টুইট করেন, ছবিটির বিষয়টি – ডোজ বেকিং অ্যাট দ্য মুন ” টুইট করার ফলে ১০০% মূল্য বৃদ্ধি পায় |


Elon Musk এর কোম্পানি টেসলায় পণ্যদ্রব্য কেনা-বেচায় টাকার পরিবর্তে ক্রিপ্টোকারেন্সি কে আদান প্রদানে গ্রহণ করা হবে। ২০২১ সালে 14 ই ডিসেম্বর, এই টুইট করার ফলে ২০% বৃদ্ধি দেখা যায়। আরো অনেক ক্রিপ্টোকারেন্সি ও Dogecoin এ ব্যাপারে মাঝে মাঝে টুইট করে থাকেন |

অধিক ইনভেস্টররা মাস্ক এর টুইট করা cryptocurrency তে ইনভেস্ট করে, ভালো রকমের মুনাফা অর্জন করতে পেরেছেন | বর্তমানে টুইটার কোম্পানির মালিক এখন ইলন মাস্ক |

  • বর্তমানে একটি Dogecoin = ৯.৮৪ টাকা
  • Total সাপ্লাই = ১৩২,৬৭০,৭৬৪,৩০০ প্রায়

বর্তমানে Dogecoin এখন অনেক ডিপ মূল্য আছে ইনভেস্টররা Buy করে রাখলে, জুন মাসে হয়তো ভালো মুনাফা করতে পারেন।

কেন শিবা ইনু Buy করবেন – আলোচ্য বিষয় গুলি নিয়ে আলোচনা করবো

Shiba Inu ২০২১ সাল থেকে ইনভেস্টর অধিক রিটার্ন দিয়ে চলেছে | ২০২২ সালে রাশিয়া ও উক্রেনের যুদ্ধর ফলে পুরো ক্রিপ্টো মার্কেট এ লোয়ার সার্কিট লক্ষ্য করা যাচ্ছে | যত দিন না যুদ্ধটি ঠান্ডা হচ্ছে তত দিন হইতো ডাউন ফল দেখতে পাবো | এখন এই সুযোগে একটু একটু করে ডিপ গুলিতে বিনিয়োগ করতে পারেন |

শিবা ইনু হাই প্রাইস থেকে ২০-৩০% এখন অনেক ডিপ তৈরি করেছে । এখন এই নিম্ন মূল্যে Buy করে ভালো একটি মুনাফা করতে পারেন |

  • এখন একটি Shiba Inu = ০.০০১৫ পয়সা
  • Total সাপ্লাই = ৫৮৯,৭৩৫,০৩০,৪০৮,৩২৩

শিবা ইনু টোটাল সাপ্লাই থেকে কিছু কিছু করে অনেক পরিমানে কয়েন কে Burn করা হচ্ছে | টোটাল সাপ্লাই এর পরিমান কমানোর চেষ্টা করা হচ্ছে যাতে, এর ফলে প্রাইস বৃদ্ধির আশঙ্কা দেখা যাবে |

বর্তমানে টুইটার কোম্পানির মালিক এখন Elon Musk এখন যে কোন ক্রিপ্টোকারেন্সি কে টুইট করে মূল্য কে বাড়িয়ে দিতে পারেন, সাধারণ ইনভেস্টরদের মুনাফা অর্জনে সাহায্য করবেন | টুইটারে অ্যাকাউন্ট এ ইলন মাস্ক কে follow করে রাখবেন |

*আজ কে আমরা কি কি শিখলাম*

আজ কে আমরা শিবা ইনু ও ডোজকয়েন এর বিষয়ে আলোচনা করলাম | কোনও প্রকার ইউটিউব, টেলিগ্রাম চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অজানা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োক করার আগে নিজে ভালো করে অনুসন্ধান করে তারপর Buy করতে যাবেন |

কোনো বড়ো বড়ো সেলিব্রেটি যে গুলি কে প্রমোট করছেন সেই গুলি কে নিজের তালিকায় রাখতে পারেন | শেষে, নিজের বিনিয়োগ করুণ |

শিবা ইনু কি ১ ডলার ছুতে পারবে ?

শিবা ইনু মার্কেট সাপ্লাই এতটাই যে বেশি মানে হয় না কোনদিন SHIB ১ ডলার ছুতে পারবে।

শিবা ইনু কি ভালো বিনিয়োগ হবে 2022-এ?

শিবা ইনু coin -এ যদি ড্রপ দেখেন তখন কিনতে পারেন , কারণ SHIB -এর দীর্ঘমেয়াদি আয়ের সম্ভবনা ৯০.৫০% -এর বেশি।

ডোজ কয়েন কি ১ ডলার -এ পৌঁছবে?

DOGE Coin ১ ডলার পৌঁছনোর সম্ভবনা আছে কিন্তু সময় লাগবে।

Leave a Comment