মটোরোলা আবার একবার সম্পূর্ণ নতুন রূপে বাজারে Motorola X3 Pro, Moto Razr Pro আর Moto S30 Pr o এই ফোন গুলির সাথে বাজারে প্রবেশ করতে চলেছে।

Mototola X30 Pro এই ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে তার 200 MP Camera। এই ফোনটিতে 200 MP Samsung HP prime real sensorএর সাথে ট্রিপল ক্যামেরা ফোনটিতে দেখতে পাবেন।
Motorola X3 Pro তে 12 মেগাপিক্সেল টেলি ফটো লেন্স আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রিয়ার সাইডে দেখতে পেয়ে যাবেন। মটোরোলার এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। মটোরোলা এক্স থার্টি প্রো স্মার্টফোন 2400X1080 পিকচার রেজুলিউশনের ডিসপ্লে দেয়া আছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 144Hz।
HDR10+ আর 1250 নিটস ব্রাইটনেস Motorola X30 Pro সাপোর্ট করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর কাজ করে। এই মোবাইল ফোনটি 450 MAH Battery আর 125 ওয়াট এর ফাস্ট চার্জার সাপোর্ট করে। 50 ওয়াটের ওয়ারলেস চার্জারের সাহায্যেও এই মোবাইল ফোনটি চার্জ করা যাবে।