এই সময় সমস্ত ক্রিপ্টোকারেন্সি দাম প্রায় তলানিতে কিন্তু যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশি আলোচনা হচ্ছে সে দুটি হল - লুনা ক্রিপ্টোকারেন্সি আর টেরা ইউএসডি (TERA USD)। এই ক্রিপ্টোকারেন্সি দাম একদম নিচে চলে গেছে।
2022 এর এপ্রিল মাসে লুনা ক্রিপ্টোকারেন্সি দাম ছিল ৮৭০০ টাকা আর মে মাস পেরোতে না পেরোতেই দাম প্রায় শূন্যতে এসে ঠেকেছে।
লুনা (LUNA) আর টেরা ইউএসডি (TERA USD) -র দাম পড়ে যাওয়ার কারণে বহু বিনিয়োগকারীর কোটি কোটি টাকা ডুবে যায়।
আর এই কারনেই লূনা ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠা তার ওপর আদালতে মামলা করা হয়েছে।
কোরিয়ার বিনিয়োগকারীরা চাই লুনা ক্রিপ্টোর প্রতিষ্ঠাতা Do Kwon-এর সমস্ত সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা হয়।
রাষ্ট্রীয় কর সেবা (দক্ষিণ কোরিয়া) লোনা কারেন্সি আর তার প্রতিষ্ঠাতাদের ওপর ইনভেস্টিগেশন করছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় কর সেবা ইনভেস্টিগেশনে বেশ কিছু অনিয়মের' হদিস পেয়েছে।
লুনা ক্রিপটোর সহ প্রতিষ্ঠাতা Do Kwon ও অন্যান্য অধিকারীদের ওপর কচুরি অভিযোগ দায়ের করেছে।
লুনা ক্রিপটোর সহ প্রতিষ্ঠাতা Do Kwon ও অন্যান্য অধিকারীদের ওপর কচুরি অভিযোগ দায়ের করেছে।
প্রায় ৬০৫ কোটি টাকার জরিমানা করা হয়েছে।
প্রায় ৬০৫ কোটি টাকার জরিমানা করা হয়েছে।
বিটকয়েন কি এবং তা থেকে কি করে ইনকাম করবেন জানার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন।
বিটকয়েন কি এবং তা থেকে কি করে ইনকাম করবেন জানার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন।
5 মিলিয়ন+ ভারতীয় ক্রিপ্টোতে বিনিয়োগ করার জন্য CoinDCX-এর ব্যবহার করছে।আর আপনিও যদি ক্রিপ্টো থে ইনভেস্ট করতে চান তাহলে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন আর পেয়ে যান 1000 টাকা পর্যন্ত বোনাস।